মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2024 10:09 AM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ২০২৫-২৬ সালের মধ্যেই তা সাড়ে ৪ শতাংশের নীচে নামিয়ে আনা সম্ভব হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ২০২৫-২৬ সালের মধ্যেই তা সাড়ে ৪ শতাংশের নীচে নামিয়ে আনা সম্ভব হবে। লোকসভায় গতকাল ২০২৪-২৫ সালের সাধারণ এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জবাবি ভাষণ দিচ্ছিলেন তিনি।

কোভিড পরবর্তী সময়ে ভারতকে অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসাবে উল্লেখ করে শ্রীমতি সীতারমন বলেন, কোভিড অতিমারির ভয়াবহতা কাটিয়ে উঠে দেশ আজ এখন এক মজবুত অবস্থায় রয়েছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। গত তিনবছরে ভারতকে দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তা নাহলে এই বিকাশ সম্ভবপর হত না। একইসঙ্গে তিনি সাধারণ নাগরিক, বিশেষত মধ্যবিত্ত শ্রেণী, উদ্যোগপতি, কৃষক, প্রান্তিক শ্রমিক ব্যবসায়ীদের উল্লেখযোগ্য অবদানের জন্যও তাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য এই বাজেট নিয়ে গতকালও লোকসভা ও রাজ্যসভায় দীর্ঘ আলোচনা চলে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন