কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবারের সাধারণ বাজেটে কয়েকটি রাজ্যের সঙ্গে বৈষম্যের অভিযোগ খারিজ করে দিয়েছেন। রাজ্যসভায় আজ শূন্যকালে বিরোধীদের এই অভিযোগের জবাবে শ্রীমতি সীতারামন অভিযোগ করেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা দেশের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে চাইছেন যে বিরোধী শাসিত রাজ্যগুলিকে কিছু দেওয়া হয়নি। প্রতিটি বাজেটেই সব রাজ্যের নাম করে বরাদ্দের পরিমাণ ঘোষনা করার অবকাশ থাকে না। তবে কোনো রাজ্যের নাম না করার অর্থ এই নয় যে কেন্দ্রীয় সরকারের কল্যানমূলক প্রকল্পের সুবিধা সেই রাজ্যে পৌঁছাবে না। ভোট অফ অ্যাকাউন্টস এবং গতকালের বাজেটের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের জন্য একাধিক প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে, আজ দিনের শুরুতেই সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে ব ইষয়টি উত্থাপন করেন। মন্ত্রীর জবাবের পরই বিরধীরা সভা থেকে ওয়াকআউট করেন। লোকসভাতেও একই ইস্যুতে বি্রোধীরা কক্ষ ত্যাগ করেছেন। সকালে অধিবেশন শুরু সঙ্গে সঙ্গেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডি এম কে, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্যরা অন্ধ্রপ্রদেশ এবং বিহার ছাড়া এবারের বাজেটে কোনো রাজ্যের জন্যই কিছু বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা বিরধীদের এই আচরণে আপত্তি জানান। পূর্ব পরিকল্পিতভাবে সভার প্রশণোত্তর পর্বের সময় নষ্ট করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বিরোধীদের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।