কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা, জাতীয় একতা দিবসের প্রাক্কালে আজ নতুনদিল্লিতে ঐক্যের শপথ বাক্য পাঠ করান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব, স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব এবং উচ্চপদস্থ আধিকারিকরা শপথ নেন। প্রতি বছর ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে জাতীয় একতা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য দেশকে ঐক্যবদ্ধ করতে সর্দার প্যাটেলের দূরদৃষ্টি নেতৃত্ব ও ভূমিকাকে সম্মান জানানো।
অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, সর্দার প্যাটেলই ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ভিত্তি স্থাপন করেছিলেন । ঐক্যবদ্ধ ও প্রগতিশীল সমাজ গঠনের মূল ভিত্তিই হল জাতীয় ঐক্য। ভারত , বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে, আর এই চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেশবাসীর।