মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 22, 2025 10:06 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও জোর দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে।  রাজ্য সভায় গতকাল তার মন্ত্রকের কাজের খতিয়ান নিয়ে আলোচনা তিনি বলেন গত ১০ বছরে সরকার রাজনৈতিক সদিচ্ছার জোরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ,বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহার। জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদ বামপন্থী উগ্রপন্থা এবং উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহ এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দেশের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। এই তিনটি বাধাকে শক্ত হাতে দমন করা  গেছে বলে তিনি মন্তব্য করেন। এনডিএ সরকারের আমলে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু ৭০% কমেছে বলেও দাবি করেন। ৩৭০ ধারা অবলুপ্তের মাধ্যমে নরেন্দ্র মোদি সরকার সংবিধান প্রণে তাদের এক সংবিধান এক পতাকা স্বপ্ন কে পূরণ করেছে বলেও মন্তব্য করেন  শ্রী শাহ। আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল হবে বলে ও জানান তিনি। নকশাল অধ্যুষিত এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট পৌঁছানো, নতুন ব্যাংক ও এটিএম চালু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদক বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সভায় জানান গত পাঁচ বছরে ১৪ হাজার কোটি টাকারও বেশি ২৩ হাজার কিলোগ্রাম মাদক নষ্ট করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন