মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 15, 2025 9:49 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, একাধিক কর্মসূচী নিয়ে তিনদিনের সফরে গতসন্ধ্যায় আসামে পৌঁছেছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, একাধিক কর্মসূচী নিয়ে তিনদিনের সফরে গতসন্ধ্যায় আসামে পৌঁছেছেন। 

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে, শ্রী শাহ, আজ সকালে গোলাঘাট জেলার দেরগাঁওয়ে অত্যাধুনিক লচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন  এবং পুলিশ একাডেমির আবাসন প্রকল্পের শিলান্যাস করবেন। 

এরপর স্বরাষ্ট্র মন্ত্রী মিজোরামের রাজধানী আইজলে যাবেন।  আসাম রাইফেলসের ঘাঁটি আইজল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাঙে স্থানান্তরিত করা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর উপলক্ষে আইজল ও তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে মিজো জনগণ আইজল শহর থেকে আসাম রাইফেলসের ঘাঁটিটি সরানোর দাবি জানিয়ে আসছিলেন। গতবছর অক্টোবর মাসে লালদুহোমার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আসাম রাইফেলসের এ বিষয়ে একটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়, যা আগামী এপ্রিল মাসে কার্যকর হবে।

আজই স্বরাষ্ট্র মন্ত্রী গুয়াহাটি ফিরবেন। 

আগামীকাল শ্রী শাহ, কোকরাঝাড় জেলার দোটমায়, অল বোরো স্টুডেন্টস ইউনিয়ন, আবসু’র ৫৭তম বার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন।  পরে গুয়াহাটিতে উত্তর- পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নতুন ফৌজদারি আইন কার্যকর করার বিষয় পর্যালোচনা শেষে আগামীকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর নতুন দিল্লি ফেরার কথা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন