কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি ছত্তিশগড়ের নবরায়পুরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আঞ্চলিক অফিসের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত দেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প এখন প্রতিটি ভারতবাসীর স্বপ্ন হয়ে উঠছে। মাদকের অবৈধ ব্যবসা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এবং এ থেকে অর্জিত অর্থ দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ছত্তিশগড়ে মাদক পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।