কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার নতুনদিল্লিতে নারকো কোঅর্ডিনেশন সেন্টারের (এনসিওআরডি) সপ্তম শীর্ষ-স্তরের বৈঠকের সভাপতিত্ব করবেন। শ্রী শাহ ন্যাশনাল নারকোটিক্স হেল্পলাইন ‘মানস’ – অ্যান্টি-নার্কোটিক্স ইন্টেলিজেন্স সেন্টার এবং শ্রীনগরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবি-র আঞ্চলিক অফিসও উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী NCB-র ২০২৩ এর বার্ষিক প্রতিবেদন এবং মাদক মুক্ত ভারতে গড়ে তোলার বিশদ পরিকল্পনাও উপস্থাপন করবেন।
বৈঠকের উদ্দেশ্য হল দেশে মাদক পাচার ও অপব্যবহারের বিরুদ্ধে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টার সমন্বয় সাধন করা। ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারতের লক্ষ্য পূরণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা, সমস্ত মাদক বিরোধী সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রচারে চালানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্য।