কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুনদিল্লিতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার-I4C-র প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সাইবার জালিয়াতি প্রশমন কেন্দ্র-CFMC জাতির উদ্দেশ্যে উত্সর্গ করেন তিনি ।
সাইবার ক্রাইম ডেটা সংগ্রহ ও ভাগ করে নেওয়া, ম্যাপিং, বিশ্লেষণ এবং আইন বলবতকারী সংস্থাগুলির সহায়ক প্ল্যাটফর্ম, ওয়েব-ভিত্তিক মডিউল- সমন্বয়ের সূচনা করেন শ্রী শাহ। সাইবার নিরাপত্তা বাড়াতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলিতে প্রশিক্ষিত বিশেষজ্ঞ গোষ্ঠী তৈরির কর্মসূচি “সাইবার কম্যান্ডোজ”-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।