কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে, পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর ৫৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। “নতুন ফৌজদারি আইন- নাগরিক কেন্দ্রিক পুনর্গঠন” শীর্ষক, আনন্দ স্বরূপ গুপ্তা স্মারক বক্তৃতায় ভাষণ দেবেন তিনি, । ২০২৩-২৪ সালে রাষ্ট্রপতি পদক প্রাপ্ত পুলিশ আধিকারিকদেরকেও সম্মানিত করবেন শ্রী শাহ। নতুন ফৌজদারি আইন বিষয়ে, “ইন্ডিয়ান পুলিশ জার্নাল” নামে ব্যুরো প্রকাশিত একটি পত্রিকার বিশেষ সংস্করণও স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করবেন।
উল্লেখ্য, পুলিশদের কাজকর্মের উন্নতি,নীতি নির্ধারণ,সংশোধন,প্রযুক্তির ব্যবহার,দক্ষতা বৃদ্ধি,নাগরিকদের উন্নত পরিষেবা প্রদান এবং কেন্দ্র ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় সহ একাধিক বিষয়ে উন্নয়নমূলক এবং গবেষণার কাজ করে।