মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 15, 2025 9:46 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরাখন্ডের হলদওয়ানিতে ৩৮তম জাতীয় গেমসের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরাখন্ডের হলদওয়ানিতে ৩৮তম জাতীয় গেমসের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শ্রী শাহ এখানে পরিবেশবান্ধব নানা উদ্যোগের প্রশংসা করেন।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংসদ পি.টি. উষা আনুষ্ঠানিক ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন। শ্রী শাহ জাতীয় গেমসের পতাকা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার হাতে তুলে দেন। ৩৯তম জাতীয় গেমসের আয়োজন করবে এই রাজ্য।  সার্ভিসেস ৬৮ টি সোনা, ২৬ টি রূপো, ২৭ টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় শীর্ষ স্থান পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্র ৫৪ টি সোনা,৭১ টি রূপো, ৭৬ টি ব্রোঞ্জ পেয়েছে। হরিয়ানা তৃতীয় স্থান দখল করেছে। তারা ৪৮ টি সোনা, ৪৭ টি রূপো, ৫৮ টি ব্রোঞ্জ পদক সংগ্রহ করেছে

বাংলা  ১৬টি সোনা, ১৩টি রূপো, ১৮টি ব্রোঞ্জ সহ ৪৭টি পদক জয় করে  পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। Bengal Olympics Association এর সভাপতি চন্দন রায়চৌধুরী জানিয়েছেন এবারের জাতীয় গেমসে বাংলা ভালো ফল করেছে। আগামীদিনে সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নেওয়া হবে। মার্চের শেষে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৮শে জানুয়ারি দেরাদুনের মহারানা প্রতাপ স্পোর্টস কলেজে জাতীয় গেমসের উদ্বোধন করেন। এবারের জাতীয় গেমসে ৩৫টি খেলা অন্তর্ভূক্ত ছিল। বেশিরভাগ খেলাগুলিই হলদওয়ানি, হরিদ্বার এবং রুদ্রপুরের মতো শহরগুলিতে অনুষ্ঠিত হয়। সমাপ্তি অনুষ্ঠানে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী অজয় টামটা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন