কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো–NCRB-র সঙ্গে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের ব্যাপারে এক পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি NCRB-কে ওই ফৌজদারি আইন বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগী এবং অভিযোগকারীদের সুবিধার্থে মামলা নিবন্ধীকরণ থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত , সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ই-সাক্ষ্য, ন্যায় শ্রুতি, ই সাইন এবং ই সমনের মত এপ্লিকেশন ব্যবহারের ওপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। স্বরাষ্ট্র মন্ত্রক এবং NCRB-র আধিকারিকদের একটি দল প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাবে বলেও জানা গেছে। অজ্ঞাত পরিচয় মৃতদেহ এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সনাক্তকরণের জন্য বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরখন্ডে তিনটি নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়টি আজ পর্যালোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামী, স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহন সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, জুলাই থেকে দেশে নতুন আইনগুলো কার্যকরী হবে। এই আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।