মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2024 1:20 PM

printer

কেন্দ্রীয় সরকার সামুদ্রিক নিরাপত্তা ও আকাশ পথের সুক্ষায় সব সময় সক্রিয় বলে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার সামুদ্রিক নিরাপত্তা ও আকাশ পথের সুক্ষায় সব সময় সক্রিয় বলে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ জানিয়েছেন। কলকাতায় গতকাল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স – জিআরএসই-র এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতি সাহায্য নিয়ে এবং নিষ্ঠার সঙ্গে সরকার সমুদ্র নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি করবে।  

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী কলকাতায় ‘জিআরএসই অ্যাক্সিলারেটেড ইনোভেশন নার্চারিং স্কিম’ বা গেনস্ ২০২৪-এর উদ্বোধন করেন। এই উদ্ভাবনী প্রকল্পটি শিপ ইয়ার্ড সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করবে। ভারতীয় স্টার্ট-আপগুলিকে ব্যবহার করে দেশীয় প্রযুক্তির প্রসার ঘটাবে এবং প্রযুক্তির বিকাশে স্টার্টআপ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে উৎসাহিত করবে। এই প্রকল্প, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে বলেও শ্রী শেঠ জানিয়েছেন।

 অনুষ্ঠানে জিআরএসই-র চেয়ারম্যান পি আর হরি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন