কেন্দ্রীয় সরকার পিএম পোষণ প্রকল্পের আওতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ুয়াদেরজন্য খাওয়া খরচের বরাদ্দ বৃদ্ধি করেছে। শিক্ষা মন্ত্রক জারি করা এক নির্দেশিকায় জানিয়েছে,বাল বাটিকা ও প্রাথমিক স্তরের ছাত্র ছাত্রীদেরজন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি করে ছ টাকা উনিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকের জন্য ৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে। আগামী পয়লা ডিসেম্বর থেকে এইবর্ধিত হার কার্যকর হবে। এর মধ্যে ৯০% অর্থ দেবে কেন্দ্র বাকিটা রাজ্য সরকারকে বহনকরতে হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রকল্পের সব খরচকেন্দ্রীয় সরকার বহন করবে বলে জানানো হয়েছে।
Site Admin | November 27, 2024 9:47 PM