কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পুরোনো পেনশন ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসার প্রস্তাব এই মুহূর্তে বিবেচনাধীন নেই বলে জানিয়েছে – সরকার। বাজেট অধিবেশনের প্রথম দিনে আজ কংগ্রেস সাংসদ প্রণতি সুশীল কুমার শিন্ডের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধান-PMSYM পেনশন কর্মসূচি ২০১৯-এ শুরু হয়। ৬০ বছর বয়স থেকে প্রতিমাসে তিন হাজার টাকা পেনশনের সংস্থান রয়েছে এতে।
মন্ত্রী জানান, ১৮ থেকে ৪০ বছর বয়সী কোনো শ্রমিক যার মাসিক আয় ১৫ হাজার বা তার কম এবং যিনি EPFO, ESIC ও NPS এর সদস্য নন, তিনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। এই পেনশন প্রকল্পের অধীনে, ওই ব্যক্তি প্রতি মাসে ৫০ শতাংশ দেবে, কেন্দ্রীয় সরকার দেবে বাকী অর্ধেক।