কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ১০ হাজারের বেশি নতুন প্রতিষ্ঠিত বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতি, দুগ্ধ ও মৎস্য সমবায় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সমবায়ের জাতীয় সম্মেলনে নবগঠিত সমবায় সমিতিগুলিকে নিবন্ধিত শংসাপত্র, রূপে কিষান ক্রেডিট কার্ড এবং মাইক্রো এটিএম বিতরণ করবেন। পঞ্চায়েতগুলিতে সহজে ক্রেডিট পরিষেবা প্রদান ও আর্থিক অন্তর্ভুক্তিকে উন্নত করার লক্ষ্যেই এই ব্যবস্থাপনা। এর ফলে গ্রামের মানুষ যেমন বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন , তেমনি দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তারা অংশ নিতে পারবেন।
নতুন বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতির মধ্যে রয়েছে ক্রেডিট সোসাইটি, ডেয়ারি ও মৎস্য সমবায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সেহকার সে সমৃদ্ধি” দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নির্দিষ্ট করেছেন অমিত শাহ।