কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি, গতকাল রাজধানী তেহরানে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন । শ্রী গড়করি, রাষ্ট্রপতি পেজেশকিয়ান কে তার পদে দায়িত্ব গ্রহণের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানান।
বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে উভয়পক্ষ চাবাহার বন্দরের উন্নয়নে সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী করার ক্ষেত্রে চাবাহার বন্দর যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সে বিষয়ে উভয়পক্ষ সহমত পোষণ করেছে। মন্ত্রক আরো জানিয়েছে যে, চাবাহার বন্দর ভূপরিবেষ্টিত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলিকে আঞ্চলিক ও বিশ্ববাজারে পৌঁছানোর পথ করে দেবে।