কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডবীয়া বলেছেন, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে সরকার সক্রিয় উদ্যোগ নিচ্ছে। আজ এ ব্যাপারে নতুন দিল্লিতে আয়োজিত একটি বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। মন্ত্রী আরো জানিয়েছেন, কিভাবে এই সমস্ত কর্মীদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা যায় তার জন্য একটি বিস্তৃত প্রকল্পের ভাবনাচিন্তা চলছে। গিগ কর্মীরা ছোট ছোট প্রকল্প ভিত্তিক আজ পেয়ে থাকেন। অনেক সময় তারা একজনই বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করতে বাধ্য হন। এইসব কর্মীদের কোনরকম আর্থিক ও সামাজিক নিরাপত্তা নেই। ডক্টর মান্ডবীয়া বলেছেন ই-শ্রম পোর্টালের মাধ্যমে তাদের নথিভুক্ত করা হবে। কোম্পানিগুলোকে নথিভুক্তকরণের ব্যাপারে উদ্যোগী হতে নির্দেশ দেওয়া হবে।
Site Admin | September 1, 2024 8:00 PM