মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 4, 2025 10:56 AM

printer

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ১০১ টি স্টেশনের পাশাপাশি ওড়িশায় ৫৯ স্টেশন কে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, ওড়িশায় ৫৯-টি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। এর জন্য ২০২৫-২৬ আর্থিক বছরের এই প্রকল্পের জন্য ২ হাজার ৩৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংবাদ মাধ্যমে গতকাল ভার্চুয়ালী শ্রী বৈষ্ণ জানান, ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটে ওড়িশার রেল ক্ষেত্রের জন্য কেন্দ্র ১০ হাজার ৫৫৯ কোটি টাকা ধার্য করেছে। ভুবনেশ্বর, ভূবনেশ্বর নিউ, লিঙ্গরাজ টেম্পল রোড, কটক, রাউরকেল্লা, আঙ্গুল, ঢেঙ্কানল, বালেশ্বর, বেরাহমপুর, পারাদ্বীপ, রায়গারা ও সম্বলপুরের মতো প্রধান স্টেশনগুলিকে অত্যাধুনিকমানে করে তোলা হবে। রেলমন্ত্রী আরও জানান, ওড়িশায় মোট ৭৮ হাজার কোটি টাকা মূল্যে রেল প্রকল্পের কাজ চলেছে।
২০১৪-য় বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ২ হাজার ৬৪ কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে, ৬-টি বন্দে ভারত ট্রেনও চালু হয়েছে। আগামী দিনে আরও এধরনের ট্রেন চালু করা হবে বলে তিনি জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন