কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুব দপ্তরের মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে যুবকদের অংশগ্রহন বাড়াতে মাই ভারত প্ল্যাটফর্মকে ওয়ান-স্টপ সমাধানে রূপান্তরিত করার বিষয়ে বৈঠকে আলোচনা করেন তিনি। শ্রী মান্দাভিয়া জানান, খুব শীঘ্রই বেশ কিছু উদ্যোগের সূচনা হবে যার নেতৃত্বে থাকবেন যুবসমাজ। এর মধ্যে রয়েছে ‘মাই ভারত আউটরিচ প্রোগ্রাম‘, সেবা সে শিখে, স্বচ্ছ ভারত-নতুন সঙ্কল্প প্রভৃতি।
Site Admin | September 11, 2024 10:12 PM