কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ সমরকন্দে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের (AIIB) বোর্ড অফ গভর্নরস-এর বার্ষিক সভার আগে উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী লাজিজ কুদ্রাতভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে পূণরনবীকরণযোগ্য জ্বালানী, সার ও ওষুধ শিল্পের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তাঁরা ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির (বিআইটি) প্রসংগে ঐক্যমত্যে পৌছানোয় সন্তোষ প্রকাশ করেছেন। এর ফলে স্বাস্থ্যসেবা, আতিথেয়তা এবং পর্যটন খাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।
আলোচনায় RuPay কার্ড এবং UPI প্রক্রিয়া সহ ভারতে ডিজিটাল লেনদেনের বিষয়টিও স্থান পায়। কুদ্রাতভ ভারতের উন্নয়নের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন।