কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জীতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে কৃষকদের কল্যাণে ভারতের প্রথম কীটনাশক প্রতিরোধক পোষাক”কৃষাণ কবচে”র সূচনা করেছেন। ক্ষতিকারক কীটনাশকের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কৃষকদের রক্ষা করতে এই পোষাক বিশেষ কার্যকরী ভূমিকা নেবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘কৃষাণ কবচ’ নামে এই আলোড়ন সৃষ্টিকারী সমাধান, কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করবে। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রথম কিস্তির কৃষাণ কবচ বিতরণ করা হয়।