কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন ভারত ও জার্মানির যৌথ উদ্যোগ গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অষ্টাদশ এশীয়- প্রশান্ত মহাসাগরীয় কনফারেন্স অফ জার্মান বিজনেসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ধরণের সম্মেলন বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর হয়ে উঠবে। ভারত ও জার্মানি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগেও অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। জলবায়ু পরিবর্তন রোধে ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, ভারত ২০১৫ এর সিওপি ‘২১ এর ঘোষণা পত্র কার্যকর করতে বদ্ধপরিকর। গোটা বিশ্বে দূষণমুক্ত পরিবেশ সৃষ্টিতে ভারত ও জার্মানি একসঙ্গে পথ চলবে।
Site Admin | October 25, 2024 9:37 PM