মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 9, 2024 12:57 PM

printer

কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জুতো প্রস্তুতকারী দেশ।

কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জুতো প্রস্তুতকারী দেশ। নতুন দিল্লিতে অষ্টম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফুটওয়ার ফেয়ার ২০২৪ এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে  শ্রী গোয়েল বলেন, এই ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানে পৌঁছানোর সময় এসে গেছে।

তিনি বলেন জুতো প্রস্তুত এর ক্ষেত্রে দেশের স্থায় ী বিকাশের সম্ভাবনা রয়েছে এবং জুতো তৈরির আধুনিক দক্ষতার সাহায্যে ভারত বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ২০৩০ সালের মধ্যে দেশের জুতো রপ্তানি ৫ হাজার কোটি ডলার স্পর্শ করবে বলে পীযূষ গোয়াল আশা প্রকাশ করেন।
জুতো প্রস্তুত কারী শিল্পের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এ বিষয়ে সব রকম সুপারিশ,ধারণা এবং পরামর্শকে স্বাগত। জুতো প্রস্তুত কারী দের তিনি বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা গ্রহণের পরামর্শ দেন।
ভারত বাণিজ্য উন্নয়ন সংগঠন আইটিপিওর উদ্যোগে তিনদিনের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এতে ২০০ প্রদর্শনকারী তাদের পণ্যে উদ্ভাবন ও শিল্প নৈপুণ্য তুলে ধরেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন