কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর CGST সংগ্রহ মূল্যের পরিমাণ গত ডিসেম্বর মাসে ৩২ হাজার ৮৩৬ কোটি টাকা এবং রাজ্য জি এস টি বাবদ সংগ্রহ হয়েছে ৪০ হাজার ৪৯৯ কোটি টাকা। এই সময়ে সুসংহত পণ্য পরিষেবা কর IGST এর সংগ্রহ দাঁড়ায় ৪৭ হাজার ৭৮৩ কোটি টাকা । এছাড়াও সেস এর পরিমাণ ছিল ১১ হাজার ৪৭১ কোটি টাকা।
উল্লেখ্য , সম্মিলিত ভাবে এই কর সংগ্রহের পরিমাণ ২০২৩ এর ডিসেম্বরের তুলনায় ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।