কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ নতুনদিল্লিতে ‘বাল্য বিবাহ মুক্ত ভারত‘ শীর্ষক জাতীয় অভিযানের সূচনা করেছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ভারতকে বাল্যবিবাহমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। অনুষ্ঠানে মন্ত্রী, বাল্যবিবাহ মুক্ত ভারত পোর্টালের উদ্বোধন করেন। বাল্যবিবাহ প্রতিরোধ, সেই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং এধরনের ঘটনা সম্বন্ধে তথ্য দিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে।
এই উপলক্ষে বাল্য বিবাহের কু-প্রথার বিরোধিতা করে এক সম্মিলিত শপথ গ্রহণ কর্মসূচীর ও নেতৃত্ব দেবেন মন্ত্রী। প্রায় ২৫ কোটি নাগরিক এই অঙ্গীকার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।