জাতীয় রাজধানী দিল্লিতে বাতাসের গুণমান আজও অত্যন্ত খারাপ, গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স সকাল ৭টায় রেকর্ড করা হয় ৩০১। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদ জানিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসের গুণমান অতি খারাপ রয়েছে।দিল্লির বাওয়ানা স্টেশনে AQI রেকর্ড করা হয়েছে ৩৪৩, সাদিপুরে ৩৭৫, জাহাঙ্গীরিপুরিতে ৩৩০, মুন্ডকায় ৩৫২, রোহিনীতে ৩২৫ এবং আনন্দ বিহার ও অশোক বিহারে যথাক্রমে ৩১১ ও ৩১৬।
ভারতীয় আবহাওয়া দপ্তর সকালে ধোঁয়াশা ও হালকা কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে। দিল্লি ও জাতীয় রাজধানীতে রাতের দিকে কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে।