কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ (WAVES) ২০২৫-এর অংশ হিসাবে সৃজনশীল অর্থনীতির জন্য ১ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছেন৷ গতকাল নতুন দিল্লিতে আয়োজিত WAVES 2025-এর একটি উচ্চ-স্তরের অধিবেশনে এ কথা জানান শ্রীবৈষ্ণব। (বাইট- বৈষ্ণো)
তিনি বলেন, পয়লা থেকে চৌঠা মে মুম্বাইতে আয়োজিত একটি অনুষ্ঠানে নির্মাতা গোষ্ঠীকে উচ্চমানের কাজ করার একটি প্ল্যাটফর্ম দেবে৷ গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ভারত এক্ষেত্রে খুব ভালো অবস্থানে রয়েছে।দেশে বর্তমানে ১শো কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন এবং দেশবাসী ডিজিটাল্যাজেশনে অভ্যস্ত হয়ে উঠেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আয়োজিত এই অধিবেশনে WAVES 2025-এর আগেও আন্তর্জাতিক গোষ্ঠীকেও আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছিল।
শ্রীবৈষ্ণব আরও জানান যে, মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটির কাছে দেশের প্রথম ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি (IICT)’ প্রতিষ্ঠিত হবে।