কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, ডক্টর এল মুরুগান ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত বর্তমানে ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০২৭ সালের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। “মেক ইন ইন্ডিয়া ফর দা ওয়ার্ল্ড” ভিশনের আওতায় দেশকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করার ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গির কথাও তিনি তুলে ধরেছেন। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এই বাজেট।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুদুচেরি, কাড়াইকাল ও মাহে রেলওয়ে স্টেশনগুলির উন্নয়নে বাজেটে বরাদ্দ করা হয়েছে বলে ডঃ এই মুরুগান উল্লেখ করেন।