কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশে ২৬ টি রাজ্য, তিন কেন্দ্রশাসিত অঞ্চল ও ১৫২ টি শহরাঞ্চল স্থানীয় প্রশাসনকে নিয়ে জাতীয় স্থানিক- জ্ঞানভিত্তিক শহরাঞ্চল আবাস জমি সমীক্ষার সূচনা করবেন। এই কর্মসূচির লক্ষ্য হলো- শহরাঞ্চলের জমির প্রকৃত মালিকানা ও খতিয়ান সংক্রান্ত সঠিক তথ্যর হালনাগাদ করা।
মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন, জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি নগর পরিকল্পনা ও জমি সংক্রান্ত বিবাদ হ্রাস করতে সাহায্য করবে। এর ফলে তথ্য প্রযুক্তি নির্ভর সম্পত্তি -নথিরক্ষাকারি প্রশাসনের পক্ষে যেমন জমির মাপ ও মালিকানা বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা যাবে, একই সঙ্গে এর কার্যকারিতা ও সুস্থায়ী উন্নয়নকে সাহায্য করা সম্ভব হবে।