কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ২০২৪- ২৫ এ খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে ৩৪ কোটি ১৫ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন এর বেশি। নতুন দিল্লিতে আয়োজিত রবি শস্য চাষের প্রসার সংক্রান্ত জাতীয় সম্মেলন ২০২৪ এর উদ্বোধন করে গতকাল মন্ত্রী ,কৃষকদের কল্যাণ সুনিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সার এবং রাসায়নিকের ওপর নির্ভরতা কমাতে এবং উৎপাদন বাড়াতে জৈব ও প্রাকৃতিক চাষের পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী চৌহান জানান যে, শস্য উৎপাদনের উন্নতি ঘটানোর লক্ষ্যে উন্নততর বীজ, কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য,সরকার,একটি মিনিকিট চালু করেছে।