কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংগঠন – CDSCO, পশ্চিমবঙ্গে দুটি সহ গোটা দেশের একাধিক সংস্হার ১০৪-টি ব্র্যান্ডের ওষুধকে গুণগত ভাবে অনুপযুক্ত বা নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে চিহ্নিত করেছে । এছাড়া রাজ্যের সেন্ট্রাল ল্যাবে ২৭টি, রাজ্য ড্রাগ ল্যাবের ১-টি করে ওষুধ গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।
CDSCO এই নিয়ে চার দফায় ৪৯৭-টি ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত চিহ্নিত করল। এই তালিকায় রক্তচাপ ও জ্বর কমানোর মত সাধারণ অসুখ থেকে শুরু করে, খিঁচুনি, ভিটামিন সি-এর ঘাটতি থেকে খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক এমনকী লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে।
এদিকে এই কেন্দ্রীয় সংগঠন জলাতঙ্কের জাল টিকা চিহ্নিত করায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও লক্ষ্ণৌতে একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন ছড়িয়ে পড়েছে। নকল টিকার ব্যাচ নম্বর উল্লেখ করে এব্যাপারে গতকালই রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়। সতর্কবার্তায় পরিষ্কারভাবে জানানো হয়েছে, জাল ইঞ্জেকশন নিলে স্বাস্থ্য সংক্রান্ত জটিল সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি এলাকায় তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায়, কত রয়েছে এবং তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সরকার।
একই সঙ্গে ভাল করে পরীক্ষা না করিয়ে জলাতঙ্কের টিকা যাতে কেউ ব্যবহার না করে সে ব্যাপারে জনসাধারণকেও সতর্ক করে দেওয়া হয়েছে।