মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 11, 2025 10:06 PM

printer

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন, সরকার ঋণের  ৯৯ শতাংশ মূলধনী খরচ এবং সম্পদ তৈরিতে ব্যবহার করছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন, সরকার ঋণের  ৯৯ শতাংশ মূলধনী খরচ এবং সম্পদ তৈরিতে ব্যবহার করছে। মোট অভ্যন্তরীণ  উৎপাদনের ৪ দশমিক ৩ শতাংশ হলো মূলধনী ব্যয় এবং রাজস্ব ঘাটতির   পরিমাণ হলো ৪ দশমিক ৪ শতাংশ। লোক সভায় বাজেটের ওপর আলোচনার উত্তরে বক্তব্য রাখছিলেন তিনি। ২০২৫ -২৬ এর বাজেটে জাতীয় উন্নয়ন এবং রাজস্ব সংক্রান্ত বিষয়গুলির মধ্যে সমতা বজায় করা হয়েছে। তিনি আরও বলেন আন্তর্জাতিক  ক্ষেত্রে  আর্থিক অনিশ্চয়তা এবং পরিবর্তনের মধ্যে ২০২৫-২৬ এর বাজেট পেশ করা হয়েছে। ভারত, দ্রুত গতিশীল অর্থনীতির দেশ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে।

এদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদরা এবারের বাজেটকে বাংলা বিরোধী বলে যে অভিযোগ করেছেন তা খন্ডন করে শ্রীমতি সীতারামন বলেন, পশ্চিমবঙ্গের রেল, মেট্রো, সড়ক, বিমান, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে অতীতের তুলনায় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। তা সত্ত্বেও মনরেগা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে দুর্নীতির কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন