কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ নতুনদিল্লিতে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে ষষ্ঠ প্রাক-বাজেট আলোচনায় যোগ দেন। ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব, সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রক ও স্কুল শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।
এর আগে শ্রীমতি সীতারামন, শিল্প জগতের প্রতিনিধিদের সঙ্গে পঞ্চম প্রাক-বাজেট আলোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। অর্থ, বিনিয়োগ ও সরকারি সম্পদ ব্যবস্থাপনা, অর্থ বিষয়ক, শিল্প ও আন্তঃবাণিজ্য দপ্তরের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের মুখ্য উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন।
আগামী বছর ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। অর্থমন্ত্রী হিসেবে এটি হবে শ্রীমতি সীতারামনের অষ্টম বাজেট পেশ।