কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেছেন, ভারতের ব্যাংকিং ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। লাভজনক সম্পদের পরিমাণ যেমন কমছে, অন্যদিকে বাড়ছে উচ্চ মূলধনী সম্পদের অনুপাত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জ্বালানি খাতে বিনিয়োগ করতে গিয়ে দেশের গুরুত্বপূর্ণ শিল্প সংস্থাগুলির সামগ্রিক অগ্রগতিতে বিঘ্ন ঘটছে। এবারের অধিবেশনের মূল ভাবনা বিশ্বব্যাপী পরিবেশগত অনিশ্চয়তা এবং নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও ভারতীয় অর্থনীতির সম্ভাবনা।
শ্রীমতি সিতারামন আরো বলেন, ডিজিটাল পরিকাঠাময় বিনিয়োগ ভারতের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে দেশের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে এই ডিজিটাল অর্থনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ভারতের পরিকাঠামগত উন্নয়নে সরকার যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে ভারতমালা এবং সাগর মালা দেশের দূর সংযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গোটা বিশ্বজুড়ে পরিবেশগত অনিশ্চয়তা সত্ত্বেও ভারতের অর্থনীতি শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে যে কোনরকম পরিস্থিতি সামলে নিতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।