কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আজ সিঙ্গাপুরে প্রাক্তন ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) সভাপতি টি. রাজা কুমারের সঙ্গে সাক্ষাত করেন। এফএটিএফ-এর সভাপতি হিসেবে তার মেয়াদ সফলভাবে শেষ করার জন্য মিঃ কুমারকে অভিনন্দন জানান তিনি । অর্থমন্ত্রী প্রাক্তন FATF সভাপতির সময়কালে সংস্থার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং ভারতের পারস্পরিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন গ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করেন।
তারা FATF এর ভবিষ্যত এবং এই সংস্থায় মধ্যে থেকে ভারতের ভূমিকা নিয়েও মত বিনিময় করেছেন।