কেনিয়ায় নতুন কর প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষেোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। সেদেশের জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, ঐ হিংসার ঘটনায় জখম হয়েছেন ৩শো জন।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন মৌসা ফাকি মহমত, এই মারনাত্মক হিংসাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, জীবনহানির পাশাপাশি সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে। এ ধরনের হিংসা এড়াতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য তিনি আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, বিভিন্ন পন্যের ওপর বহুগুন কর বৃদ্ধির প্রস্তাব সংক্রান্ত অর্থবিলের বিরোধিতা করে পথে নেমেছেন অসংখ্য কেনিয়াবাসী। পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সংসদের ভেতর ঢুকে গেলে উত্তেজনা ছড়ায়।