কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে সরকার কৃষকদের কল্যাণে ক্রমাগত খাদ্যশস্যের উপর ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়াচ্ছে। Rajya Sabha’য় ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি প্রদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী চৌহান বলেন, ২০১৩ সালে বাজরার ন্যূনতম সহায়ক মূল্য ছিল এক হাজার ২৫০ টাকা যা বাড়িয়ে দুই হাজার ৬২৫ টাকা করা হয়েছে। একইভাবে ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্য এক হাজার ৩১০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ২২৫ টাকা করা হয়েছে। তিনি বলেন, গমের ন্যূনতম সহায়ক মূল্য এক হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ২৭৫ টাকা এবং অড়হর ডালের ন্যূনতম সহায়ক মূল্য চার হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে সাত হাজার ৫৫০ টাকা করা হয়েছে। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। সারের উপর এক লক্ষ ৬৮ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সরকার প্রতি বছর কৃষকদের ৭ হাজার কোটি টাকারও বেশি অর্থ প্রদান করছে।
মন্ত্রীর জবাব চলাকালীন বিরোধী দল ও ট্রেজারি বেঞ্চের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। কংগ্রেস সাংসদরা ন্যূনতম সহায়ক মূল্য-র আইনি গ্যারান্টির বিষয়টি উত্থাপনের চেষ্টা করেন। চেয়ারম্যান জগদীপ ধনখড় কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালার আচরণের প্রতিবাদ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। হৈ- হট্টগোলের মধ্যে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলির সাংসদরা সভা থেকে ওয়াক-আউট করেন।