কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ক্ষেত্রে বাজেটে প্রায় ছয় গুণ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামনাথ ঠাকুর বলেন, ২০১৩-১৪ সালে যেখানে ২১হাজার কোটি টাকার মতন বরাদ্দ হয়েছিল, ২০২৪-২৫ তা বৃদ্ধি পেয়ে হয় ১লক্ষ ২২ হাজার কোটি টাকা।
তিনি জানান, পি এম কৃষাণ, পিএম-কেএমসি, পিএম-এফ বি ওয়াই-এর মতন একাধিক কৃষক কল্যাণ প্রকল্প রুপায়িত হয়েছ। পাশাপাশি কৃষি পরিকাঠামো উন্নত করা হয়েছে।