মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 15, 2024 8:55 PM

printer

কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের আহ্বান জানিয়ে বলেছেন, নিরাপত্তা, মর্যাদা এবং সমতা সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। নতুনদিল্লীর ভারত মণ্ডপে আজ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন করে তিনি, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। জি-২০ প্রেসিডেন্সির সময়ও ভারত এই বিষয়টি উত্থাপন করেছিল বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, টেলিকম এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ বিশ্বে অগ্রণী তালিকায় থাকা দেশগুলির মধ্যে অন্যতম। ভারতের ডিজিটাল ভিশন চারটি স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলি হল সাশ্রয়ী মূল্যের যন্ত্র, দেশের সব কোণে সংযোগ পৌঁছানো, সাশ্রয়ী মূল্যের ডেটা এবং ডিজিটাল-ফার্স্ট হয়ে ওঠা।
শ্রী মোদী বলেন, প্রযুক্তি ক্ষেত্রে ভারত মহিলাদের জন্য অসংখ্য সুযোগ সৃষ্টি করছে। তিনি সরকারের নমো ড্রোন দিদি উদ্যোগের কথা উল্লেখ করেন, যা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন