কাবাডি বিশ্বকাপ আজ ইংল্যান্ডে শুরু হচ্ছে। সাত দিন ধরে বার্মিংহাম, কোভেন্ট্রি, ওয়ালসাল এবং উলফার হ্যামটনে বিশ্বকাপের ৬০টি ম্যাচ খেলা হবে। পুরুষ কাবাডি দলে দুটি গ্রুপ থাকছে। ভারত গ্রুপ-বি তে ইটালি, স্কটল্যান্ড, ওয়েলস এবং চীনের বিরুদ্ধে খেলবে।
মহিলা দল ডি এবং ই গ্রুপে বিভক্ত। ভারতীয় মহিলা কাবাডি দলের সদস্যরা ডি গ্রুপে ওয়েলস এবং পোল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
Site Admin | March 17, 2025 7:39 AM
কাবাডি বিশ্বকাপ আজ ইংল্যান্ডে শুরু হচ্ছে।
