কানাডা থেকে ইস্পাত ও আল্যুমিনিয়াম আমদানির ওপর আবারও শুল্ক বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এর পরিমাণ ২৫ শতাংশ থেকে বেড়ে হলো ৫০ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রাহকদের ওপর মাশুল বাড়ানোর কানাডার সিদ্ধান্তের পরেই ট্রাম্প এই শুল্ক বাড়িয়েছেন বলে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে এমন প্রদেশগুলোর বিদ্যুৎ সরবরাহে ওপর ২৫ শতাংশ মাশুল চাপায় কানাডার কুইবেক প্রদেশ। ডোনাল্ড ট্রাম্প কানাডার এই সিদ্ধান্তকে প্রভাবিত প্রদেশগুলোর ক্ষেত্রে জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেন।