কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্ণে জানিয়েছেন, তার পরামর্শক্রমে সেদেশের গভর্নর জেনারেল সংসদ ভেঙ্গে দিয়েছেন। আগামী ২৮শে এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে শ্রী কার্ণে কানাডাবাসীর কাছে আবেদন জানিয়েছেন, তাঁরা যেন ক্ষমতাসীন লিবারেল পার্টির পক্ষে বিপুল ভোট দেন। শ্রী ট্রাম্প কানাডার মার্কিনভুক্তির প্রস্তাব দেন। তার এই বক্তব্যে নতুন প্রধানমন্ত্রী বিষয়টিকে একটি গুরুতর হুমকি বলে বর্ণনা করেছেন। লিবারেল দল আশা করছে, ট্রাম্পের এই হুমকিকে কাজে লাগিয়ে তাঁরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন।
Site Admin | March 24, 2025 10:30 AM
কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্ণে জানিয়েছেন, তার পরামর্শক্রমে সে দেশের গভর্নর জেনারেল সংসদ ভেঙ্গে দিয়েছেন।
