মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 24, 2024 2:16 PM

printer

কাতারের দোহায় আয়োজিত এশিয়ান যুব এবং জুনিয়র ওয়েট লিফটিং প্রতিযোগিতায় ভারতের সাইরাজ পরদেশী, স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক সহ মোট লিফট ক্যাটেগরিতে একটি সোনা এবং দুটি রৌপ্য পদক পেয়েছেন।

কাতারের দোহায় আয়োজিত এশিয়ান যুব এবং জুনিয়র ওয়েট লিফটিং প্রতিযোগিতায় ভারতের সাইরাজ পরদেশী, স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক সহ মোট লিফট ক্যাটেগরিতে একটি সোনা এবং দুটি রৌপ্য পদক পেয়েছেন। পুরুষের একাশি কেজি বিভাগে সাইরাজ, মোট ৩১০কেজি ওজন তুলে নিজের যুব জাতীয় রেকর্ড ভেঙে দেন। পুরুষদের এই বিভাগে এটিই ভারতের প্রথম স্বর্ণপদক। স্ন্যাচ ক্যাটাগরিতে ১৪৯ কেজি ওজন তুলে সাইরাজ জাতীয় যুব রেকর্ড গড়েন। ক্লিন এন্ড জার্কে তিনি তোলেন ১৭১ কেজি ওজন।

এদিকে, মহিলাদের ৭৬ কেজি বিভাগে ভারতের সঞ্জনা পাঁচটি রুপো পেয়েছেন। এর মধ্যে তিনটি যুব এবং দুটি জুনিয়র প্রতিযোগিতায়। স্ন্যাচে ৯০ কেজি এবং ক্লিন এন্ড জার্কে একশ কুড়ি কেজি ওজন তুলে সঞ্জনা মোট ২১০ কেজি ভার তুলতে সক্ষম হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন