মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 19, 2024 9:54 PM

printer

কলেজে স্নাতকস্তরে ভর্তিতে স্বচ্ছ্বতার লক্ষে রাজ্য সরকার আজ একটি অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে

 

 

 

কলেজে স্নাতকস্তরে ভর্তিতে স্বচ্ছ্বতার লক্ষে রাজ্য সরকার আজ একটি অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশভবনে এর সূচনা করে বলেন, এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে স্নাতকস্তরে সাত হাজার ২১৭টি কোর্সের পড়ুয়ারা ভর্তি হতে পারবে। wbsche.wb.gov.in-এ গিয়ে বিনামূল্যে আবেদন করা যাবে। তবে যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং স্বশাসিত কলেজগুলি পোর্টালের বাইরে রয়েছে। শিক্ষামন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ২৪ জুন থেকে সাতই জুলাই পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। একজন পড়ুয়ার জন্যে একটি আসনই বরাদ্দ থাকবে। যে কোন সহায়তার জন্যে টোল ফ্রি নম্বর ১৮০০-১০২-৮০১৪-ফোন করা যেতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন