কলকাতা হাইকোর্ট, স্বার্থের সংঘাতের অভিযোগ এনে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে নির্দিষ্ট কিছু মামলা সরিয়ে নেওয়ার জনস্বার্থ আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদন করার জন্য মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আইনজীবী সঞ্জয় দাস, পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে রাজ্যের সিআইডি তদন্ত করছে। এই পরিস্থিতিতে বিচারপতি সিনহা যদি পুলিশ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করেন, তাহলে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা খুন্ন হতে পারে। এই আবেদন ভয় দেখানোর চেষ্টা বলে সেটিকে খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ বলেন, কোন্ মামলার শুনানি কোথায় হবে, তা স্থির করার অধিকার শুধু প্রধান বিচারপতির। মামলাকারী এতে হস্তক্ষেপ করতে পারেন না।
Site Admin | August 29, 2024 1:32 PM