কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানির মামলার শুনানি শেষ হয়েছে। গতকাল রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর আইনজীবীর বক্তব্য শুনে নির্দেশ স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। শুনানির সময় রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্য বিদ্বেষমূলক ও মানহানিকর। দুই বিধায়কের শপথ সংক্রান্ত প্রশাসনিক বিষয়ের সঙ্গে অন্য বিষয় কেন টেনে আনা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপালের আইনজীবী।
মামলা চলাকালীন, রাজ্যপালের উদ্দেশে যাতে কোন সম্মানহানিকর মন্তব্য না করা হয়, তারও নির্দেশ দেওয়ার দাবি জানান আইনজীবী।
পাল্টা মুখ্যমন্ত্রীর আইনজীবী দাবি করেন, জনসমক্ষে রয়েছে এমন ঘটনার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন। তাঁর মন্তব্য মানহানিকর হতে পারে না। মুখ্যমন্ত্রীর আইনজীবী রাজ্যপালকে আদালতে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানালে বিচারপতি রাও স্মরণ করিয়ে দেন, রাজ্যপালকে আদালতে এনে জিজ্ঞাসাবাদ করা যায় না।
দু পক্ষের বক্তব্য শোনার পর আপাতত কোন নির্দেশ দেননি বিচারপতি।