প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে উত্তরপত্র বা ওএমআর শিটের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওএমআর শিট স্ক্যান করে কোথায়, কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে তা জানাতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, ওএমআর শিট স্ক্যান করা হয়ে থাকলে সব হার্ড ডিস্কে থাকবে। হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হলে তারও তদন্ত হবে বলে আজ জানিয়েছেন বিচারপতি। হাইকোর্টে আজ ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দেয় সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল, ২০১৪-র নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়া হলেও তার ডিজিটাল প্রতিলিপি রয়েছে। সিবিআইয়ের আইনজীবী আজ জানান, ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে। মেটাডেটাও মুছে ফেলা হয়েছে। তবে বিচারপতি জানান, মেটাডেটা মুছে ফেলা সম্ভব নয়। আগামী শুক্রবারের মধ্যে হার্ডডিস্ক সংক্রান্ত তথ্য দিতে হবে সিবিআইকে।
Site Admin | July 2, 2024 7:54 PM