মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 12, 2024 11:58 AM

printer

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও ‘আবাস যোজনা’র বেহাত হওয়া টাকা ফেরত না দেওয়ায় দক্ষিণ ২৪ পরগণার রায়দীঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল পড়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও ‘আবাস যোজনা’র বেহাত হওয়া টাকা ফেরত না দেওয়ায় দক্ষিণ ২৪ পরগণার রায়দীঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল পড়েছে।
২০১৮ থেকে ২১ সালের মধ্যে প্রকৃত উপভোক্তার বদলে শাসক দলের কর্মী এবং পঞ্চায়েত প্রধানের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে।
এরপরই হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক বিজেপি কর্মী। এর প্রেক্ষিতে জেলাশাসককে তদন্তের নির্দেশ দেন বিচারপতি।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়, অভিযুক্ত ২৬ জনকে ১৫ দিনের মধ্যে আবাসের
টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক বছর কেটে গেলেও প্রায় ৩২’ লক্ষের মধ্যে আদায় হয়েছে মাত্র সাড়ে ৩’লক্ষ টাকা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন