বেআইনী দখলদারির বিরুদ্ধে অভিযানের মধ্যেই কলকাতা সহ রাজ্যের সর্বত্র বেআইনী পার্কিং তুলে দেবার’ও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই নির্দেশ কার্যকর করে ১৫ দিনের মধ্যে পুলিশ প্রশাসনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
নবান্নে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, টাকা নিয়ে বেআইনীভাবে পার্কিং করা চলবে না। এধরণের বেআইনী পার্কিং নজরে এলেই রাজনৈতিক রঙ না দেখে তা’ তুলে দিতে হবে। তবে বেশীরভাগ জায়গাতেই বিজেপির লোকেরা এধরণের বেআইনী পার্কিং চালায় বলে মুখ্যমন্ত্রীর দাবী।
কলকাতায় বেআইনী পার্কিং-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নগরপাল বিনীত গোয়েল এবং জেলাগুলির ক্ষেত্রে ADG আইন শৃঙ্খলা মনোজ ভার্মার ওপর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। বেআইনী পার্কিং-এর সংখ্যাও তাঁদের জানাতে বলা হয়েছে।
তিনি এও বলেন, যদি কোথাও দেখা যায় আইন মেনে পার্কিং-এর ব্যবস্থা করা যাবে, তাহলে কেন্দ্রীয়ভাবে টেন্ডার ডেকে স্বচ্ছতার সঙ্গে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু এও দেখতে হবে, সেখানে পার্কিং করলে যানজট বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। কেন্দ্রীয়ভাবে দরপত্র আহ্বানের জন্য একটি কমিটিও তৈরী করেছেন মমতা।