কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে আবহাওয়া সূত্রে জানা গেছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এরও কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা শূন্য দশমিক ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১ দশমির ৭ ডিগ্রি কম।
এদিকে, সাম্প্রতিক বিষ্টিতে রাজ্যে আম সহ বিভিন্ন চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমের ফলনের ক্ষয়ক্ষতি নিয়ে মালদা থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,